ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
রাজাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায়, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজাপুর, ঝালকাঠি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।
শনিবার ৯ ডিসেম্বর এই দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পরে উপজেলা চত্তরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় হয়।
সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা। এসময় সংগঠনের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।