সাতক্ষীরার কলারোয়া উপজেলা কৃষি অফিস ঘুরে গেলেন নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম। তিনি অগিনিজেন ইউনিভারসিটি এ্যান্ড রিসোর্স, এমএসসি ইন্টারন্যাশনাল ল্যান্ড এন্ড ওয়ার্টার ম্যানেজমেন্ট বিভাগে অধ্যায়নরত। তিনি মাটি ও পানি বিষয়ে গভেশনা করতে বাংলাদেশে আসেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস পরিদর্শনকালে নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খান মো: আবরারুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) জিয়াউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি সরকার সহ অন্যান্যেরা। তিনি বাংলাদেশের মাটি উর্বর শক্তি, বীজ ফেললে গাছ ও ফল বলে প্রশাংসা করেন।
নেদারল্যান্ডস প্রতিনিধি উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তার সাথে কথা বলে ও উপজেলার কৃষি চাহিদার কথা জানতে পেরে খুশি হয়েছেন। তিনি বলেন-যদি সুযোগ হয় তাহলে আবারও বাংলাদেশে আসবেন।