সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে শ্যামনগর থানার আভিযানিক দল বুধবার সকালে অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার আসামী ও সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী নূর মোহাম্মদ গাজী (৫০), পিতা-মৃত দবির উদ্দীন গাজী, সাং-মাহমুদপুর, মোঃ আল-আমিন শেখ, পিতা- মোঃ আব্দুল হামিদ শেখ, সাং-বিড়ালক্ষী (নওয়াবেকী), মোঃ আফজাল হোসেন, পিতা-মৃত আজগার কয়াল, সাং-বয়ারশিং, মোঃ আবদুল গফুর, পিতা-মৃত ভোলা গাজী, সাং-হরিনগর, মোঃ রাশিদুজ্জামান আঃ রশিদ (৩৫), পিতা- মোঃ জনাব আলী গাইন, সাং-দাতিনাখালী, মোঃ রাশিদুল ইসলাম, পিতা-মান্দার আলী মল্লিক, সাং-পঃ কৈখালী, মোঃ নুরুজ্জামান কয়াল (৪০), প্রোঃ এ,বি, ব্রিকস, পিতা-মৃত আঃ বারী কয়াল, সাং-ইসমাইলপুর, সর্বথানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।