সাতক্ষীরার কালিগঞ্জে ২’শ বোতল ফেনসিডিলসহ উজ্জল কয়াল নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর ২০২০) গভীর রাতে ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত উজ্জল কয়াল ধামরাইলের কমলকৃষ্ণ কয়ালের ছেলে। কালিগঞ্জ থানা পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এসআই চিন্ময় মন্ডল ও এসআই জুয়েল হোসেন ড্যামরাইল এলাকায় অভিযান চালিয়ে ২শ বোতল ফেনসিডিলসহ উজ্জল কয়ালকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় উজ্জল কয়ালের নামে মাদক দ্রব্য আইন মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।