সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের করুণ মুত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি উপজেলার দক্ষীন শ্রীপুর গ্রামে ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সুত্রে জানাগোছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রবিবার (১৮ অক্টোবর ২০২০) গভীর রাতে রত্না পারভীন (১২) নামে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের শোকর আলীর একমাত্র কন্যা ও শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেনির ছাত্রী। রত্নার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, এলাকাবাসী ও মহিলা ইউপি সদস্যা রাফিকা বেগম জানান, রবিবার রাতে লেখাপড়া শেষে রত্না ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তাকে একটি বিষধর সাপে তার পায়ে দংশন করে । এসময় রত্নার ঘুম ভেঙ্গে যায় এবং প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু তার শরীরে ক্রমশঃ বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।