ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় গাজীপুরেও বিট পুলিশের উদ্যেগে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডে এসব বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এসব সমাবেশে যোগ দেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাডাকার্ড নিয়ে জনসাধারণকে নিপীড়নের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানানো হয়।
টঙ্গী পূর্ব থানার ৪৩ নং বিটের প্রধান অতিথি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফুল কবির উদ্বোধন করেন। এসময় সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে মেট্রোপলিটন এলাকায় সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে বলে জানান কমিশনার ।