আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রিম্যাপ সাতক্ষীরার কো- অর্ডিনেটর, বিশিষ্ট সাংবাদিক মোঃ ইশারাত আলীর ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে।
একটি অনাড়ম্বর পরিবেশে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শ্রীকলাস্থ নিজ বাড়িতে সহকর্মীদের সংলিপ্ত আয়োজনে কেককেটে ও মিষ্টিমুখ করে এদিনটি পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন আইওএম (রিম্যাপ) সাতক্ষীরার টিম লিডার ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, আইওএম রিম্যাপ সাতক্ষীরার সহকর্মী ওমর ফারুক শুভ, জাহিদ হোসেন, আমিনুর রহমান, শাহারিয়ার হোসেন, জেসমিন আরা বিথি, উর্মী, রওনাকুল ইসলাম, জাহানারা পারভীন প্রমুখ।