ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ১নং ধানদিয়া ইউনিয়ন বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র্যালী ও সমাবেশ করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে একই সময়ে সকাল ১০টায় ধানদিয়া বিট অফিসার পাটকেলঘাটা থানার এস আই জয় বালা নেতৃত্বে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র্যালী এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউ,পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য গোলাম মোস্তফা, ইউ,পি সদস্য মান্নান খাঁ, ইউ,পি সদস্য আরিফুর আমিন মিলন, ইউ,পি সদস্য রমেষ সাহ, ইউ,পি সদস্য গোলাম সরোয়ার বাবলু, ইউ,পি সদস্য অপূর্ব মুখার্জি, অনলাইন নিউজ পোর্টাল দেশটাইমস এর বার্তা সম্পাদক ও ক্রাইম প্রতিদিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি হেলাল উদ্দীন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দফাদার জাহন্নাতুল ফেরদৌস,সংশ্লিষ্ট বিট এলাকার এ, এস আই নিজাম ৮০০/৯০০ সংখ্যক নারী ও পুরুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ।