শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-৯, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রকিবুর রহমান ১০ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নতুন কমিটি গঠন: মোস্তফা সভাপতি ও বেলাল সম্পাদক  আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষীন শ্রীপুর বিএনপি’র উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে সাইকেল র‍্যালী  সাতক্ষীরার বাশদহা ইউনিয়ন কৃষকদলের সমাবেশে জননেতা চেয়ারম্যান আঃ আলীম ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মাজার হতে মিরপুর -১ নং ক্রসিং পরিহারে ডিএমপির জরুরী বার্তা  অজ্ঞাত অপেক্ষা- কবি তানভীর আহমেদ তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ সভাপতি প্রশান্ত কুমার ঘোষ পুনরায় নির্বাচিত

উপকূল সুরক্ষায় প্রতিশ্রুতি দিল সকল রাজনৈতিক দল

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম, বাগেরহাট জেলা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এরপর প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগ এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ প্রতিশ্রুতি প্রয়োজন।

আজ বুধবার বাগেরহাট প্রেসক্লাবে জলবায়ু অধিপরামর্শ ফোরাম, বাগেরহাট জেলার আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক উপকূল সংলাপ সভা থেকে এই দাবি জানানো হয়। সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ- ই-আলম বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টগর, জেলা জাতীয়তাবাদী দল এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ,টি,এম আকরাম হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহীদুল ইসলাম বাব্লু,সি,পি,বি এর সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ।

জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফা খানম এর সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি নিহার রঞ্জন সাহা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান, বাগেরহাট সদর এর রিজিয়া পারভিন, কাকলি সরকার, অ্যাডঃ লুনা সিদ্দিকী, ইসরাত জাহান, মোঃ কাম্রুজ্জামান, গোপীনাথ সাহা, আলী আকবর টুটুল,আজাদুল হক, মাহফিজুর রহমান,মিসেস মিতা,এম এ সালাম শেখ,এস কে হাবিব, মোঃ আজমল হোসেন সহ জলবায়ু অধিপরামর্শ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জাতীয় সঙ্গীত এর পরে সভার সভাপতি অ্যাডঃ শরীফা খানম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত সভা শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি বলেন যে উপকূলের মানুষের উন্নয়নে এখন ই সকল পেশার সকল মানুষের ঐক্যবদ্ধতা প্রয়োজন।

লিডার্স এর কর্মকর্তা কৌশিক রায় উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার।

সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করার আহ্বান জানান। দাবিগুলো হলঃ ১। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ২। নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ৩। একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ ৪। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা ৫। উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ৬। স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃ নির্মাণ ও ভঙ্গুর সুইচ গেট মেরামত করা।

সংলাপ এ উপকূলের ভুক্তভুগী চাঁদপাই ইউনিয়ন থেকে আগত আগ্নেশ হালদার বলেন উপকূলীয় বেড়িবাঁধ শুধু তৈরি করলে হবেনা তা রক্ষণাবেক্ষণ করতে হবে। নয়তো অল্প ঢেউয়ের আঘাতেই বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে সব ভাসিয়ে নিয়ে যায়।

শরণখোলা থেকে আগত কোহিনূর বেগম বলেন নিরাপদ খাবার পানির অভাবে তার এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবন যাপন করছে। তারা শুকনোর সময়ে পাঁচ থেকে সাত কিলোমিটার দূর থেকে খাবার পানি নিয়ে আসে। তাই তিনি দাবি জানিয়েছেন যে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যেন টেঁকসই নিরাপদ খাবার পানির বাবস্থা করা হয়।

শরণখোলা থেকে আগত হাসানুজ্জামান ভাই বলেন তিনি সিডর সহ আম্ফান, বুলবুল, নার্গিস সহ আরো অনেক ঘূর্ণিঝড়ের সর্বনাশা আঘাত এবং ক্ষয় ক্ষতি নিজের চোখে দেখেছেন। তিনি বলেন ক্ষয় ক্ষতি যে পরিমাণ হয়েছে সেই পরিমান ক্ষতিপূরণ তারা পাননি। তাই তিনি সকল রাজনৈতিক দলের কাছে দাবি জানিয়েছেন যে দক্ষিন পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করে অথবা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়।

সংলাপে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন উপস্থিত সকল নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছেন উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!