পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ্যাওসেড’র বাস্তবায়নে খুলনায় হোটেল ওয়েস্টার্ন ইন’র হলরুমে সভায় সুপারিশ ও মতামত প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, খুলনা ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এ্যাওসেড নির্বাহী পরিচালক শামীম আরফীন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও এ্যাওসেড এবং কেয়ার বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাওসেড নির্বাহী পরিচালক শামীম আরফীন।