গত কয়েক মাস আগে মেম্বার আব্দুল কাদের মারা যাওয়ায় এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কেন্দ্র থাকবে আলহাজ্ব মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসা। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪শ ৯৬ জন। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষ রয়েছেন সাবেক মেম্বর মো. বজলুর রহমান। তিনি ফুটবল প্রতিক নিয়ে লড়ছেন।
এ অঞ্চলের সব মহলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তিনি ২০১১ সাল নির্বাচিত হয়ে ২০১৬ সালে পর্যন্ত ইউপি মেম্বর ছিলেন। ২০১৬ সালে নির্বাচন আব্দুল কাদের বিজয়ী হন।
বজলুর রহমান ২০১৬ সালে পরাজিত হলেও এলাকার সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। সব মানুষের বিপদ আপদে সব সময় কাজ করে থাকেন তিনি। কেউ তার কাছ থেকে বিমুখ হয়ে যায় না। বর্তমানে তিনি এলাকায় একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। ফলে আগামী ২০ অক্টোবর এ উপ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবছ সম্পন্ন হয় তাহলে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে মনছ করেছেন মেম্বর পদপ্রার্থী মো. বজলুর রহমান।
স্থানীয়রা জানান, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে সাবেক ইউপি মেম্বার বজলুর রহমানের রয়েছে সুসম্পর্ক। এলাকার মানুষের বিপদে পাশে থাকায় সবাই তাকে পছন্দ করেন। এলাকার মানুষই তাকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ করছিলেন। ফলে সুষ্ঠু ভোট হলে বজলুর রহমান বিজয়ী হবেন বলে বিশ্বাস করেন তারা।
১নং বাঁশদহা ইউনিয়নের ৬ নং কাজিপাড়া ওয়ার্ড উপ নির্বাচনে মেম্বার প্রার্থী বজলুর রহমান বলেন, আমি দীর্ঘদিন মানুষর সমস্যাগুলা প্রত্যক্ষ করছি। মানুষের সুখ দুঃখে পাশে থাকি। এলাকার নানান ধরনর সমস্যা সমাধান জনপ্রতিনিধি হিসব কীভাব কাজ করত হব স বিষয়ও ধারনা রয়ছ। আগামী উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপক্ষ হল আমি নির্বাচিত হবা বল মন করছি। আমি নির্বাচিত হল সাধারণ মানুষক সাথ নিয় এলাকার উনয়ন কাজ করবা।তব কান প্রকার ষড়য্ত্র যাত না হয় সজন্য প্রশাসনর সহযাগিতা কামনা করছি।