সাতক্ষীরা প্রি- ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ ও রোপন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে হাসিমুখ সেঞ্চুরি এর আয়োজনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম।
এসময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ২ শ’ আম গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের পরিবেশ বাঁচায় এবং আমাদেরকে অক্সিজেন দেয়।গাছের সাথে আমাদের সকলের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এখন বর্ষা মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময় সাম্প্রতিক সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন এজন্য সবাই সামর্থ্য অনুযায়ী গাছ লাগান ও পরিবেশ বাঁচান। গাছের চারা পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করে। এসময় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সকল শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী উপস্থিত ছিলেন।