মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা ৩৬কেজি গাঁজা উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একটি কার্গো ট্রাকে কাগজের কার্টুনের মধ্যে বিশেষ কৌশলে নয়টি পোটলায় লুকায়িত ৩৬ (ছত্রিশ) কেজি গাজা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।এ বিষয়ে মোহনপুর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃত দুইজন হলেন বগুড়া জেলা সদর চকফরীদ কলোনী খুলুপাড়া এলাকার মোঃ আব্দুর রহিম (৩৭), শাজাহানপুর থানা পূর্ব পাড়া (কাগজী পাড়া) এলাকার মোঃ তানভীর (২২)।জব্দ করা ট্রাকে করেই আসছিলেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান ‘মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে।এবিষয়ে মোহনপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে মোহনপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) হরিদাস মন্ডল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের আগামীকাল বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হবে।