রাজশাহীতে ট্রাকের ত্রিপলে মোড়ানো ৪০ কেজি গাজাঁসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার ন্যাশনাল ফিলিং স্টেশনেরে সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ সদরের গোপিনাথপুর মাঝিগাতী গ্রামের আসলাম কাজীর ছেলে ট্রাক চালক মোস্তাইন কাজী, গোপিনাথপুর গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা ও কোনাগ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ।
দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী কার্যলয় থেকে এসব তথ্য নিশ্চিত করেন উপ-পরিচালক জিললুর রহমান।
উপ-পরিচালক জিললুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে দক্ষিণবঙ্গ থেকে গাঁজার বড় একটি চালান রাজশাহীর দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার ন্যাশনাল ফিলিং ষ্টেশন এর সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়ক এর উপর দক্ষিণ-পার্শ্বে পাকা রাস্তার উপরে চাঁপাইনবাবগঞ্জগামী একটি খোলা কার্গো ট্রাকে তার নেতৃত্বে অভিযান পরিচানা করা হয়। এসময় পলিথিনে মোড়ানো দুইটি প্লাষ্টিক বস্তায় ১০ টি করে মোট ২০ টি পোটলায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আটকৃতরা। এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।