বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নিরাপদ অভিবাসন ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কলারোয়া খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার সরকারী বিভিন্ন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সাতক্ষীরা অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন  সরকারের উন্নয়ন কমকান্ড তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক তালার পলি রানী ঘোষ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সাতক্ষীরার সেঞ্চুরি-হাসিমুখের গাছ পেয়ে বেজায় খুশি শতশত শিক্ষার্থী কলারোয়ায় ২য় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন উপজেলার শুভেচ্ছা ও অভিনন্দন কলারোয়ায় ওয়াস এসডিজি প্রকল্পের ফলাফল হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার গুড় পুকুরের মেলা উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপি’র মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৩২ বার পড়া হয়েছে

সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপি’র উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের ইটাগাছা হাটের মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তেব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, শের আলী, শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিল শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিদিন টেলিভিশন ও পত্রিকা খুললেই দেখা যাচ্ছে ধর্ষিত হচ্ছে শিশু থেকে বৃদ্ধা। ধর্ষকদের ডাকে সাড়া না দিলে ওই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে লোকলজ্জা, অপরদিকে বিচার না পাওয়ার আশঙ্কা তাদেরকে কুরে কুরে খাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মত ঘটনা বেড়েই চলেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দলীয় পরিচয়ের উর্দ্ধে থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টন্তÍমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ধর্ষণের সঙ্গ জড়িতদের পক্ষে কোন আইনজীবী অংশ না নেওয়ার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করতে হবে। বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জ গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেট এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও যৌন নিপীড়নের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আইনের দীর্ঘসূত্রতায় যেন বিচার কার্যক্রম বিলম্ব না হয়। একই সাথে তারা ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

এর আগে, একই ঘটনার প্রতিবাদ সকাল ১০ টায় জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে সংগঠণের সভাপতি অ্যাড. আব্দুস সাত্তারের সভাপতিত্ব প্রধান অতিথির  বক্তেব্য দেন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। আরো বক্তেব্য রাখেন, সংগঠণের সাধারণ সম্পাদক অ্যাড. এ.এস.এম আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় সদস্য অ্যাড. এ.বি.এম সেলিম, অ্যাড. মাঃ শহিদুল্লাহ (২), অ্যাড. সরদার আমজাদ হোসেন, অ্যাড. মোস্তফা জামান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!