গাজীপুর মহানগরের কোনাবাড়ী নতুন বাজার এলাকা থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে টাঙ্গাইল র্যাব- ১২ রবিবার (৪ অক্টোবর ২০২০) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার খেয়ারচর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মতিন (৩৩) ও জামালপুরের বকশীগঞ্জ থানার ভানুয়া কামালপুর এলাকার হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, রাতে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় মতিন ও রফিকুলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।