দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাহী সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৫ অক্টোবর ২০২০) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রতিনিধি ও মতবিনিময় সভা আজকের সাতক্ষীরা পরিবারের আয়োজনে কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান শেখ আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রতিনিধি গৌরপদ দাশের সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর। এসময় আরো বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক তুহিন হোসেন, স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির, নিজস্ব প্রতিনিধি আব্দুল মমিন, পাটকেলঘাটা প্রতিনিধি মসরেফুজ্জামান ইমন, কালিগঞ্জ সদর প্রতিনিধি শেখ নাজমুল ইসলাম, বিষ্ণপুর প্রতিনিধি আজিজর রহমান খাঁন প্রমুখ। সভার শুরুতে পত্রিকার সম্পাদক, সাংবাদিকতায় সাতক্ষীরায় বলিষ্ট ভুমিকা পালনকারী, সৎ ও আদর্শবান ব্যাক্তিত্ব মোহসীন হোসেন বাবলুর স্মৃতির প্রতি সন্মান ও বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া পত্রিকার উত্তরাত্তর সমৃদ্ধি ও পাঠকমহলে ব্যাপকভাবে বিস্তারের লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।