সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটারদের দ্বারে দ্বারে আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল তালায় চিংড়ি মাছ প্রতীকের মশিয়ারের নির্বাচনী জনসভা আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বজ্র*পাতে স্কুলছাত্র নি*হত  গোপালগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় ও প্রতিরোধে আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরার মেডিকেল এর সামনে বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন।  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে কিশোর কিশোরীদের সচেতনতায় লিডার্স শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল  দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরায় বিনা মুল্যে চোখের ছানি অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ

আশাশুনিতে স্কুল ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদে করায় চারজনকে পিটিয়ে জখম

✍️জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্কুলে যাওয়া ও আসার পথে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক হিন্দু পরিবারের তিনজনসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই নারীসহ তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামের অরবিন্দ ঢালীর ছেলে কৃষ্ণপদ ওরফে খোকন ঢালী (৪৪), তার মেয়ে বড়দল আফতাবউদ্দিন কলিজিয়েট স্কুল এণ্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী চন্দ্রিমা ঢালী ওরফে ঋতু ঢালী (১৬), একই গ্রামের নকুল গোলদারের স্ত্রী ফুলমতি গোলদার (৬০) ও কৃষ্ণপদ ঢালীর ছেলে স্বপন ঢালী (২৬)। এদের মধ্যে প্রথমাক্ত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য খাজরা ইউপি’র ৬ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বাচ্চু বুধবার রাতে সদর হাসপাতালের জরুরী বিভাগে এসে যাতে মামলা না করা হয় সেজন্য নির্যাতিত পরিবারের সদস্যদের উপর চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রিমা ওরফে ঋতু ঢালী জানান, স্কুলে যাওয়া ও আসার পথে একই গ্রামের রশিদ মোড়লের বখাটে ছেলে মোহাম্মদ মোড়ল (২৪) তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। তার সহযোগী হলো রাউতাড়া গ্রামের সলেমানের ছেলে রানাসহ কয়েকজন। গত ৭ জুন সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর মোহাম্মদ আলী তার কয়েকজন বন্ধু তাকে উদ্দেশ্যে করে নানা কটুক্তি করতে থাকে। কোন রকমে তিনি স্কুলে চলে যান। বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারের সদস্যদের অবহিত করেন। মোহাম্মদ মোড়লকে তাৎক্ষণিক রাস্তায় পেয়ে প্রতিবাদ করেন তার ভাই স্বপন ঢালী। বুধবার সন্ধ্যায় দুর্গাপুর বিলে অবস্থান করাকালে ভাই স্বপন ঢালীকে এলোপাতাড়ি কিল ও ঘুষি মেরে আহত করে মোহাম্মদ মোড়ল ও তার সহযোগী রাউতাড়া গ্রামের সলেমানের ছেলে রানা। ভাই স্বপনের চিৎকারে স্থানীয়রা রানাকে আটক করে গ্রাম পুলিশ সনাতন মণ্ডলের জিম্মায় দেয়। পালিয়ে যায় মোহাম্মদ মোড়ল। খবর পেয়ে তিনিসহ বাবা কৃষ্ণপদ ঢালী, ফুলমতি গোলদারসহ কয়েকজন ওই বাড়িতে আসেন।

গ্রাম পুলিশ সনাতন মণ্ডল জানান, রানাকে তিনি বাড়িতে বসিয়ে রেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে জানান। রানা তার বাবা সলেমান গাজীকে মোবাইলে অবহিত করে। রাত ৮টার দিকে সলেমান গাজী তার কালো রং এর ডিসকভার মোটর সাইকেল (খুলনা মেট্রো-ল-১২-৪২৪৩) তার বাড়িতে আসে। কোন কিছু শোনার আগেই ও তার বাড়ি তৈরির জন্য রাখা মেহগণি কাঠের বাটাম দিয়ে ওই বাড়িতে অবস্থানকারী কৃষ্ণপদ ঢালী, তার মেয়ে চন্দ্রিমা ঢালী ও প্রতিবেশী ফুলমতি গোলদারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন সলেমান, রানা ও মোহাম্মদ মোড়ল। স্থানীয়রা ছুঁটে এলে হামলাকারিরা পালিয়ে যান। তবে মোটর সাইকেল তার বাড়িতে ফেলে যান সলেমান গাজী। স্থানীয়রা গুরুতর জখম তিনজনকে রাত সোয়া ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বিস্তারিত তিনি খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান ও কর্তব্যরত পুলিশ পরিদর্শক আইয়ুব আলীকে জানিয়েছেন।

এদিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের দুইজন দায়িত্বশীল কর্মী জানান, বুধবার সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে কৃষ্ণপদ ঢালী, চন্দ্রিমা ঢালী ও ফুলমতি গোলদারকে জরুরী বিভাগ চিকিৎসা দেওয়া হয়। এ সময় খাজরা ইউপি’র ৬নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বাচ্চু দীর্ঘ সময় জরুরী বিভাগ অবস্থান করেন। নির্যাতিতদের বিরুদ্ধে মামলা না করে মীমাংসা করে নেওয়ার জন্য তিনি চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে রাত একটার দিকে তিনি চলে যান। মামলা না করে মীমাংসা করে নেওয়ার জন্য বার বার চাপ সৃষ্টির কথা নিশ্চিত করেছেন দুর্গাপুর গ্রামের স্বপন ঢালী।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আঘাতের ফলে চন্দ্রিমা ও ফুলমতি এর মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রত্যকের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষ্ণপদ ঢালীর বাম কপালের উপর মাথায় ভারী জিনিস দিয়ে আঘাতের ফলে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তার ডান কাঁধর কলার বেন ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় এক্স-র করতে বলা হয়েছে।

খাজরা ইউপি সদস্য সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি স্থানীয়রা বিষয়টি মীমাংসার কথা বললেও নির্যাতিত পরিবারকে চাপ সৃষ্টি করেননি।

তবে সলেমান গাজীর সঙ্গে মোবাইল ফোন যোগাযাগ করা সম্ভব হয়নি।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান বৃহষ্পতিবার সকাল এ প্রতিনিধিকে জানান, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৪০ অপরাহ্ণ
  • ২০:০৩ অপরাহ্ণ
  • ৫:১৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!