সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি কালিগঞ্জ শাখার আয়োজনে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পিস অ্যাম্বাসাডার ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে পিএফজি কালিগঞ্জ গ্রুপের কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু”র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মহা বিদ্যালয়ের বাংলা বিভাগের (অবঃ) অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, বাসদ নেতা এডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, পিএফজি গ্রুপের সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পিস অ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, নারী উন্নয়ন সংগঠন প্রেরণা’র নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতি সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের জান্টু,কালিগঞ্জ অনলাইন রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক শেক আতিকুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ আহমাদুল্লাহ, উপজেলা লিডার্স এর প্রোগ্রাম অফিসার শুলতা সাহা, সমাজকর্মী নয়ন কুমার দাস, নেহা মহিলা মিশন এর পরিচালক শেখ আব্দুল্লাহসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজকর্মী ও ও কালিগঞ্জ উপজেলার সুজন, দি হাঙ্গার প্রজেক্ট ও পিএফজি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।