সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি জমিতে অবৈধ দোকান-ঘর নির্মাণ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুঃ রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটককৃতরা হলেন, দোকান মালিক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ গফফারের ছেলে আবু হাবিব, মৃত মোবারক হোসেনের ছেলে মোশারফ হোসেন, ও তার ছেলে কবির হোসেন। কর্মরত শ্রমিক একই এলাকার মৃত রেজাউল মোড়লের ছেলে মুস্তাফিজর রহমান, আমজাদ হোসেন সরদারের পুত্র সুজন, কওসার আলির ছেলে আফসার আলী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল জানান, কাঁকশিয়ালি পুরাতন বাজারে সরকারি জমিতে অবৈধ্য স্থাপনা নির্মানের কারণে ৩ জন মালিককে ১৫ দিনের ও ৩ জন শ্রমিককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। নির্মানাধীন অবৈধ্য স্থাপনটি অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমিতে অবৈধ্য স্থাপনা নির্মাণকারীদের আরো কঠোর ভাবে সাজা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের সাথে জড়িত মালিক ও শ্রমিক উভয়কেই সাজা প্রদান করা হবে। শ্রমিকগণ কাজ করার পূর্বে জেনে নিন কাজটি বৈধ কিনা। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসসমূহ সর্বোচ্চ সজাগ থাকবে।