দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন পালন করেছে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশিক চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক আমিনুল কবির, সদস্য রেদওয়ানুল ইসলাম, শাহরিয়ার ইসলাম আবিদ, মইনুল ইসলাম, শেখ শাকিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ ধর্ষণ করার সাহস না পায়।