গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশীপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গেলো রাতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে ওই নারী পোশাক শ্রমিক শাররিকভাবে অসুস্থ্য থাকায় শ্রীপুরের উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসার জন্য যায়। ডাক্তার কয়েকটি পরীক্ষার কথা বললে ওই পরিক্ষার জন্য সে পথলজি বিভাগে গিয়ে রক্ত দিয়ে বাড়ি ফিরে যায়। ২১ সেপ্টেম্বর সকালে তার বাসায় গিয়ে হাসপাতালের লোকজন রিপোর্টের জন্য পুনরায় রক্ত দিতে হবে বলে তাকে জানায় । সরল বিশ্বাসে বাসা থেকে বেড়িয়ে দেখে তার জন্য পাজারো গাড়ী দাড়িয়ে আছে। গাড়ীতে ব্যবস্থানা পরিচালক বসা রয়েছেন। দ্রুত রক্ত দেয়ার জন্যই গাড়ী আনা হয়েছে বলে গাড়ীতে তুলে নেয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে না গিয়ে দলদিয়া এলাকায় নুরুল ইসলাম শেখের বাংলো বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে জোড়পুর্বক মদ পান করিয়ে তাকে ধর্ষণ করে । বিষয়টি কাউকে বললে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয় ওই নারী শ্রমিককে। পরে পরিবারের লোকজনের পরামর্শে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই মহিলা। মামলার প্রেক্ষিতে গত রাতে নুরুল ইসলাম শেখকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এখলাস উদ্দিন ফরাজী জানান, মামলার পর গেলো রাতে তাকে গ্রেফতার করা হয়েছে । আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।