সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় কন্যা শিশু দিবস পালনে এক মানববন্ধন কর্মসূচি, ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কন্যা শিশু দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল” আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”। কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ থানা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ থানার এসআই অহিদুল ইসলাম, সাংবাদিক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা রানী সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব কুমার দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মী, এনজিও প্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।