সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলিপুর ইউপি’র উপ-নির্বাচনে আলহাজ্ব আব্দুর রউফ পূনরায় চেয়ারম্যান নির্বাচিত সম্প্রীতির বাংলাদেশ গড়তে কালিগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী দেবহাটার কুলিয়ায় উপ-নির্বাচনে রওনকুল ইসলাম জয়ী দেবহাটার বিভিন্ন রাস্তায় ঠান্ডা পানি ও শরবত বিতরণ টুঙ্গিপাড়ায় স্মার্ট উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাসুদ গাজীর গোপালগঞ্জে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের গণমিছিল   সাতক্ষীরায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস টান টান উত্তেজনার মধ্য দিয়ে সাতক্ষীরার আলিপুর ইউপি নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরায় হবিগঞ্জে সালিশে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে নারীকে বেআইনী সালিশে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, স্বদেশ, আসক, বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন- সাতক্ষীরা’র উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হবিগঞ্জ জেলার টুনরাঘাট উপজেলার গাজীপুর থানার বড়ঝুম গ্রামে অবৈধ ও বেইনী শালিসে নরীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। সাথে সাথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে এলাকার দূর্বৃত্তদের কর্তৃক গৃহবধূ নাসরিন পারভিনের চুল কাটার ঘটনা ও শ্যামনগর উপজেলার পল্লীতে গৃহবধূ কোহিনুর বেগম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে নারীদের প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অবিলম্বে এসব ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সামবেশ ও মানববব্ধন কর্মসূটিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা এড. আবুল কালাম আজাদ, অধিকারকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, বাংলদেশ জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, নারী অধিকারকর্মী মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহিন নেতা আবদুস সামাদ, নারী অধিকারকর্মী খুরশিদ জাহান শীলা ও আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার প্রগতিশীল মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবি সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, ভূমিহীন নেতা, নারী অধিকারকর্মি ও গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী দলিত সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!