সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি ও উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। গুরুত্বপুর্ণ সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরমালি মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্নারানী চক্রবর্তী, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি উপজেলার বিভিন্ন ক্যাম্পের কোম্পানি কমান্ডারগণ ও সংশ্লিষ্ট কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কালিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।