পাচারের সময় অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে যশোর বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া বাজারের পাশের ডুবপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ফেনসিডিল সহ দুইজন মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত মাদক চোরাকারবারিরা হলেন মোঃ সবুজ হোসেন (২৩) এবং মোঃ মুশফিকুর রহমান বাবু (২৪)।
যশোর গোয়েন্দা পুলিশের নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই মোঃ আমিনুল ইসলাম, পিপিএম সহ গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন মাদক পাচারকারীর কাছথেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তাদের আটক করে।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।