শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ চুয়াডাঙ্গায় মোটরযানের উপর মোবাইল কোর্ট, দায়িত্বরত পুলিশ অফিসার সহ আহত-৪ পদ্মা তোমাকে নিয়ে – কবি শেখ মফিজুর রহমান গোপালগঞ্জের ডিসি’র সাথে মুকসুদপুর উপজেলার নবাগত ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ঝিনাইদহ জেলা পরিদর্শন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মাহাবুবর রহমান জেল হাজতে সাতক্ষীরায় জলবায়ু অভিঘাত ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার  শ্যামনগরে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব পানি দিবসে উপকূল জুড়ে মানববন্ধন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিশ্ব পানি দিবসে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি সংকট নিরসনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। ২২ মার্চ সকাল ১১ টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স, ওয়াটার কিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ও খুলনা জেলা জলবায়ু অধিপরার্শ ফোরামের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে সুপেয় পানি সংকটের দাবী তুলে ধরা হয়। এই দাবীর সাথে সংহতি প্রকাশ করেছেন খুলনার পরিবেশ সুরক্ষা মঞ্চ, হিউম্যানিটিওয়াচ, বেলা, ছায়াবৃক্ষ, গতি সহ অন্যান্য সংগঠন।

উক্ত মানববন্ধন ও সমাবেশ প্রথমে ধারনা পত্র পাঠ করেন মেীসুমী রায়, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি ও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রমান মুকুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সিডিপির বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, বক্তব্য রাখেন রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান বাবু, বাপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাড. বাবুল হাওলাদার, ফোরামের নির্বাহী সদস্য ও মাসাস এর নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু, পরিবেশ সুরক্ষা মঞ্চ এর সদস্য এ্যাড. জাহাঙ্গীর হোসেন, ফোরামের সদস্য ও ছায়াবৃক্ষ এর নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, ফোরামের সদস্য ও হিউম্যানিটিওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, গতির সমন্বয়কারী রেজওয়ান আশরাফ প্রমূখ।

একই সময়ে বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাস, বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উদয়ন বাংলাদেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌর শহরের খারদ্বার অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি মূখার্জী রবিন্দ্রনাথের সভাপতিত্বে ও ফোরামের সাধারন সম্পাদকের শেখ আসাদের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রৌকশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক আজাদুল হক, সুজনের সাধারন সম্পাদক এসকে হাসিব, সাবেক ইউপি সদস্য মিস মিতা বেগম প্রমূখ।

সাতক্ষীরা সদর উপজেলায় বিশ্ব পানি দিবসে মানববন্ধন শেষে সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সাহিদুর রহমান, জেলা জলাবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রফেসর আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সুশীলনের সহকারী পরিচালক এস এম মনিরুজ্জামান, ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রগতির নির্বাহী পরিচালক আশেক-ই-এলাহী, শ্যামল বিশ্বাস প্রমূখ।
বিশ্ব পানি দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা পরিষদের সামনে আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও যুব ফোরাম মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন লিডাস এর নিবাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সংহতি প্রকাশ করেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্তী, ফোরামের সদস্য মিনতি রানী সরকার প্রমূখ।

বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স, ওয়াটার কিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ও বাপার আয়োজনে মংলা উপজেলার দক্ষিণ কাইনমারী, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা, কক্সবাজার জেলার মোঃ ইলিয়াস মিয়া হাই স্কুল এবং মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে একই যোগে বিশ্ব পানি দিবসে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!