পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধ ভাবে মাছ ধরার সময় একটি ট্রলার, জাল ও মাছসহ ৫ ছেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার সকালে সুন্দরবনের ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় কয়লা-বয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামে মকবুল শেখের ছেলে আনিস শেখ, একই এলাকার মুনা হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, রামপাল থানার পড়িখালি গ্রামে আজগার গাজীর ছেলে আলমগীর গাজী ও একই এলাকার তারিক শেখের ছেলে ওহিদুল শেখ ও খুলনা জেলার ফুলতলা থানার রস্তম শেখের ছেলে রবিউল শেখ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকাল গহীন সুন্দরবনের কয়লা-বয়ালা খাল থেকে একটি ট্রলার, মাছ ধরা জাল, প্রায় ২০ কেজি মাছ ও আনুষাঙ্গিক মালামালসহ উক্ত ৫ ছেলেকে আটক করে। এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান।