বাংলাদেশ সাংবাদিক সমিতি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) আজিজুর রহমান এর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ের সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার সাবেক ওসি(তদন্ত) এস এম আজিজুর রহমান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান, সাংবাদিক আশিক মেহেদী প্রমুখ। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিদায়ী ওসি তদন্তকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে, কালিগঞ্জ থানার ওসি তদন্তের পদে মিজানুর রহমান যোগদান করে দায়িত্ব পালন করছেন।