গোপালগঞ্জে ডাক্তার চিন্ময় দত্ত ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে গোহাটা কালীবাড়ির এলাকাবাসী।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালী বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে তারা। মানববন্ধনে অংশ নেন ওই এলাকার শতাধিক নারী ও পুরুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাধা হালদার, মৃণাল কান্তি বিশ্বাস, দীপিকা রানী বিশ্বাস সহ আরো অনেকে।
বক্তারা বলেন, কৃষ্ণপদ ভদ্র নামে গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগে কর্মরত এক ব্যক্তি খাটরা সার্বজনীন কালীবাড়ি নিকট জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই বাড়ির পিছনের সাত তলা ভবনের মালিক ডাক্তার চিন্ময় দত্ত নিজ স্বার্থে প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে জোরপূর্বক কৃষ্ণপদ ভদ্রের নির্মাণাধীন বাড়ির কিছু অংশ ভেঙে ফেলেন।
বক্তারা আরো বলেন, তিনি ওই এলাকায় আসার পূর্বে আমরা হিন্দু-মুসলিম শান্তিতে বসবাস করে আসতেছিলাম। আমরা অত্যাচারী ও শান্তি ভঙ্গকারি ডাক্তার চিন্ময় দত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।