বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান গোপালগঞ্জের দু’টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ শ্যামনগরের সাংবাদিক মারুফ হোসেনসহ ৪৮ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা কালিগঞ্জে বসত বাড়ি ভাঙ’চুর লুট’পাটের ঘটনায় যখম-৩ আটক-৩ কালিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪৯টি মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ ৪০ জনের নামে আদালতে মামলা নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সভা প্রয়াত সকল সাংবাদিকদের স্বরণে তালায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত কালিগঞ্জে বিকাশ এজেন্টকে গুলি করে টাকা ছিনতায়ের মামলায় গ্রেফতারকৃত হৃদয়ের এক দিনের রিমাণ্ডে সাংবাদিক মাসুদ এর স্ত্রীর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

তালায় বিউটি আত্মহননে বাধ্যকারি মৃত্যুঞ্জয়ের ৫ দিনের রিমান্ড আবেদন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

‘এসএসসি পাশ করার পর অনলাইনে এইচএসসিতে ভর্তির ফর্ম পূরণ করছিল বিউটি। ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা দলুয়া শহীদ জিয়া ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার কথা ছিল তার। সে আর হলো না। বখাটে মৃত্যুঞ্জয় মেয়ের ছবির উপরের অংশ কেটে নীচে কাল্পনিক নগ্নছবি জুড়ে ফেইসবুকে ছড়িয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শেষ হয়ে গেছে বিউটি ও তাদের স্বপ্ন। বখাটে মৃত্যুঞ্জয় একা এ কাজ করতে পারেনি। এরসঙ্গে আরো অনেকে জড়িত। বিউটি আত্মহননে বাধ্যকারিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার শেষ করে ফাঁসি দিতে হবে।’

শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া বাজারে কলেজ ছাত্রী বিউটি মন্ডলকে আত্মহননে বাধ্যকারি মৃত্যুঞ্জয় মন্ডলের দৃষ্টামূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর আয়োজিত দলুয়া বাজার মানববন্ধনে কলাগাছি গ্রামের নিতাই মন্ডল এসব কথা বলেন।

নিতাই মন্ডল বলেন,‘৩ সেপ্টেম্বর মেয়ের ছবির উপরের অংশ কেটে নীচে কাল্পনিক নগ্নছবি জুড়ে ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়। মোবাইলে একের পর এক খবর আসে। পরদিন সকালে মোবাইল বন্ধ করে একই গ্রামের রঘুনাথ রায়ের কাছে ছুঁটে গিয়েছিলাম ভাইপো মৃত্যুঞ্জয়কে সতর্ক করতে। মেয়ের অপুরণীয় ক্ষতি হতে পারে জানানোয় রঘুনাথ বলেছিল তার ভাইপো এমন কাজ করতে পারে না। অথচ মেয়েটি অপমান সহ্য করতে না পেরে মৃত্যুকে মেনেই নিল। এটা মেনে নিতে পারছি না।

৪ সেপ্টেম্বর ভাই ডাক্তার দীপঙ্কর মন্ডল মেয়েকে রাস্তাঘাটে উত্যক্তকারি মৃতু্যুঞ্জয় এর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে আমলে নেয়নি পুলিশ। বিষয়টি পার্শ্ববর্তী গ্রামের উপপরিদর্শক মানিককে জানালে তার কথামত পুলিশ অভিযোগটি নিলেও কোন ব্যবস্থ্য না নেওয়ায় ৯ সেপ্টেম্বর দুপুরে সকালের অজান্তে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করতে বাধ্য হলো। পুলিশ মৃত্যুঞ্জয়কে সতর্ক করলে মেয়েকে বাঁচানো যেতো।’
এদিকে মানববন্ধন চলাকালে বিউটি মন্ডলের জ্যাঠাইমা মাধবী মন্ডল ও কাকিমা শ্যামলী মন্ডল বলেন, স্কুল যাওয়া ও আসার পথে গ্রামের মুদি দোকানদার জগদীশের ছেলে বখাটে মৃত্যুঞ্জয় প্রতিনিয়ত বিউটিকে উত্যক্ত করলেও অভিযোগ করে প্রতিকার মেলেনি। মেয়ের মৃত্যুর পর মা নির্বাক হয়ে গেছে। মৃত্যুঞ্জয় এর অভিবাবকদেরও শান্তির আওতায় আনতে হবে।

বিউটির সহপাঠী মিতা সরকার ও শ্রাবন্তী সরকার বলেন, বিউটির মত আর কারো যাতে আত্মহননের পথ বেছে নিতে না হয় সেজন্য সকলকে এই মানববন্ধন থেকে শপথ নিতে হবে। যেখানে বখাটে সেখানে প্রতিবাদ করতে হবে।

এ ছাড়া বক্তব্যে রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, শরিফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক রঘুনাথ খাঁ, আমেনা বিলকিস ময়না, দীপায়ন মন্ডল, তুষার মন্ডল, সমীর কুমার দাস প্রমুখ।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, মানববন্ধন শুরুর আগেই মৃত্যুঞ্জয়কে পরিবারের পক্ষ থেকে খেশরা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে শুনৈছি। তাকে গ্রেপ্তার করে রিমান্ড নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচার শেষ করে দৃষ্টামূলক শাস্তি দিতে হবে।

এ ব্যাপার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় দীপঙ্কর মন্ডল বাদি হয়ে মৃত্যুঞ্জয় এর নামে উল্লেখ করে ভাইঝি বিউটিকে আত্নহননে বাধ্য করার অপরাধে ৯ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক পিযুস কান্তি ঘোষ আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!