বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কালিগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ই সেপ্টেম্বর ২০২০) বিকাল ৫ টায় বাংলাদেশ হিন্দু যুব পরিষদের উপজেলার নেতা তাপস কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য-সচিব বিশিষ্ট সাংবাদিক গোপাল কুমার মন্ডল, বিশেষ অতিথি ছিলেন আহবায়ক কামনাশীষ মন্ডল, সদস্য সচিব মনোদ্বীপ কুমার মন্ডল।
এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।কমিটিতে তাপস কুমার ঘোষকে আহবায়ক, যুগ্ন-আহবায়ক সাগর কুমার সরদার, যুগ্ন আহবায়ক উজ্জল কুমার মন্ডল, যুগ্ন আহবায়ক মিঠুন কুমার মন্ডল, যুগ্ম-আহ্বায়ক দেবরাজ কুমার মন্ডল, যুগ্ন-আহবায়ক উত্তম কুমার কর্মকার ও সদস্য সচিব প্রকাশ চন্দ্র মন্ডল। মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা নেতৃবৃন্দ।