সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় নেতা ও পিস ক্লাবের সদস্যদের নিয়ে আন্ত মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় (১০ সেপ্টেম্বর ২০২০) সকাল ১০ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রূপান্তর এর আয়োজনে পিস কনসর্টিয়াম বিডি এর সহযোগিতায় সংলাপ অনুষ্ঠানে ইমাম পুরোহিত শিক্ষক ক্লাবের যুবক সদস্যরা অংশগ্রহণ করে।
কালিগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুরের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ আকরাম হুসাইন, নলতা কালীমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় কুমার, পানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আব্দুস সাত্তার, থানা জামে মসজিদের ইমাম মাওঃ ফারুক হোসেন, শিক্ষিকা কনিকা সরকার সংলাপ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত আবদুল হান্নান, প্রজেক্ট ম্যানেজার গোলাম কিবরিয়া, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রূপান্তরের মিনহাজুল হক।
ধর্মীয় উগ্রপন্থী প্রতিরোধে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে পিস ক্লাব ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে এলাকায় পিছিয়ে পড়া হতদরিদ্র বিপথগামী যুব সম্প্রদায়কে কাউন্সিলিংয়ের মাধ্যমে সঠিক পথে উত্তরণ করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংলাপে সকলে একমত হয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।