বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর “support for the Extreme Poor Families of Teknaf and Ukhiya Upazilas” প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা এবং বাহারছড়া ইউনিয়নে ১০ টি ট্রেডের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২শত জন বেকার যুবক-যুবতীদের মাঝে কর্মবৃদ্ধি মুলক টুল কিটস্ বিতরণ করা হয়।
বিতরণকালে সিএএফ আমেরিকা এবং লিনডে বাংলাদেশ এর সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে গত ২১ এবং ২২ আগষ্ট লিনডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাই, এইচ আর হেড সাইকা মাজেদ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার আহমেদ ফুয়াদ এবং উত্তরণ কো-অর্ডিনেটর (রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড পার্টনারশীপ) ফাতিমা হালিমা আহমেদ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্পসমন্বয়কারী এম এম হাসিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহারিয়া পারভীন, কাজী মোঃ সোহরাব, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ আবু জাফর বিশ্বাস, উত্তরণের মোঃ আরিফুজ্জামান খান প্রমুখ।
উত্তরণের প্রকল্পসমন্বয়কারী এম এম হাসিবুর রহমান জানান, ২০১৭ সালে পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠি কক্সবাজার জেলায় আশ্রয় গ্রহণ করার ফলে স্থানীয় মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের জীবনযাত্রার মান ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। মূলত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।
তিনি আরও জানান, উখিয়া (রাজাপালং, পালংখালী ইউনিয়ন) এবং টেকনাফ (হোয়াইক্যং, হ্নীলা এবং বাহারছড়া ইউনিয়ন) উপজেলার বেকার জনগোষ্ঠীর মধ্যে ২১০০ জনকে ২২ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। তার ২০২০ সালে ৪০০ জন, ২০২১ সালে-১৬০০ এবং ২০২২ সালে ১০০ জন মোট ২,১০০ জন যাদের মধ্যে ১৩০২ জন নারী এবং ৭৯৮ জন পুরুষ, আদিবাসী কমিউনিটি থেকে ২৭৪ জন, শারীরিক প্রতিবদ্ধি ৭ জনসহ বেকার যুবক-যুবতীকে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং উদ্যেক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ভালভাবে সম্পন্ন হয়েছে।