শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হ্রদয়ের ভাড়াটিয়া-কবি তানভীর আহমেদ তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী টুঙ্গিপাড়ায় ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’র দ্বারোন্মোচন করলেন এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১২টায় কলেজের ছাত্রী নিবাস ক্যাম্পাসে ছাত্রী নিবাস সুপারভাইজিং কমিটির আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ছাত্রী নিবাসের দ্বারোন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরাতে এই প্রথম আধুনিক সুবিধা সম্বলিত, সুউচ্চ ৫তলা বিশিষ্ট ছাত্রী নিবাসটি নির্মাণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামানুসারে। দেশের জন্য বঙ্গবন্ধুর সকল ত্যাগ, অবদান সম্ভব হয়েছিল এই মহিয়সী নারীর সহযোগীতায়। ১৯৩০ সালের ৮ ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাামের এক সম্ভ্রান্ত মুসজিলম পরিবারে বেগম ফজিলাতুন্নেছা মুজিব জন্ম গ্রহণ করেন। আমরা কৃতজ্ঞ চিত্তে স্বরণ করি তাঁকে। এমপি রবি শিক্ষার্থীদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান। ভাল পড়া-শুনার মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তাহলে পিতা-মাতার আশা পূরণ হবে। শিক্ষার্থীরা হোস্টেলের জন্য তাদের কিছু দাবী ও চাহিদা তুলে ধরলে এমপি রবি তা দ্রুত পূরণের আশ্বাস প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সুযোগ্য সহধর্মিনী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তাদের শহিদ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।”
ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, ছাত্রীনিবাস’র হোস্টেল সুপার সহযোগি অধ্যাপক মোহাঃ আল-মুন্তানছির বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর মহাদেব সিংহ, সহযোগি অধ্যাপক মো. বদরুল মিল্লাত, প্রফেসর আবুল হাসেম, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, হোসেনুর রহমান, ফারুক হোসেন, মনোয়ার হোসেন, সহকারি হোস্টেল সুপার ও সহযোগি অধ্যাপক উন্মে ফাতেমা জোহরা, নাসরিন সুলতানা প্রমুখ। জেলা সদরে অবস্থিত মাস্ট্রার্স টিচিং (৭০ কলেজ ) প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা ১০০ সিটের ছাত্রী হোস্টেল ৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভবন এবং বাউন্ডারী ওয়ালসহ প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন শেষে ছাত্রী নিবাস চত্বরে একটি আমলকী গাছের চারা রোপন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক সন্দীপ কুমার দাশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!