রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

কালিগঞ্জের নলতা মাঘুরালীতে বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে রাজমিস্ত্রীর সংবাদ সম্মেলন

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জের নলতা মাঘুরালীতে বসতবাড়ী জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐ গ্রামের পিয়ার আলীর ছেলে মো: আব্দুস সালাম। এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন পেশায় রাজমিস্ত্রী। আমার পিতা পিয়ার আলী ও চাচা হযরত আলী ৯৫৭ হাল দাগে ২৭ শতক জমির একক অংশীদার, যা এস. এ, ডি.এস ও বর্তমান জরিপ এবং প্রিন্ট পর্চায়ও আমার পিতা ও চাচার নাম উল্লেখ আছে। এই জমিতে কোন অবস্থাতেই মনিরুল গং-এর অংশ পাওনা নেই। এই জমির উপর শত বছরের উর্দ্ধে বাড়িঘর তৈরি করে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছি। হঠাৎ করে গত ২৩ জুন সকাল অনুমান ১০ ঘটিকার সময় আমার ভাই তার নিজ বাড়িতে অবস্থান করাকালীন সময়ে প্রতিবেশি মোঃ মনিরুল, শহিদুল ও মহিদুল ইসলাম সহ আরও ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে ছোট ভাই সেলিম হোসেনকে আচমকা লাঠিয়াল বাহিনী বেপরোয়াভাবে মারধর করে জখম করে। তখন আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী আসলে তারা পালিয়ে যায়। তখন ভাই সেলিমকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। পরে ঐদিন সন্ধ্যা ৭ টার দিকে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মনিরুলের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের বাড়ি ঘর-রান্নাঘর, বাথরুম, গোয়ালঘর এবং পাকা পাচিল সবই ভাংচুর করে গুড়িয়ে দেয়। ভাংচুরের কারণে হাঁস-মুরগীগুলো মারা যায় এবং ২টি খাসি ছাগল ধরে নিয়ে যায় তারা। পরবর্তীতে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি নিয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-২২/১৭৭, তারিখ: ২৫ জুন ২০২২। তিনি আরো বলেন মামলা হওয়ার পর বিবাদী পক্ষ টাকার জোরে আমি সহ ১১ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মনিরুল বাহিনী সর্বদা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার

জন্য হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি তারা প্রকাশ্যে আস্ফালন করে বলছে যদি তোরা তুলে না নিস তাহলে তোদের দুই ভাইয়ের মাথা কেটে ফুটবল খেলবো, দেখি আমাদের কে কি করতে পারে? মনিরুল বাহিনী মূলত যে জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করিতেছে ঐ জমিতে তাদের কোন অংশ পাওনা নেই। কারণ কাগজপত্র দৃষ্টান্তে ঐ জমির একক মালিকানা আমার পিতা ও চাচা। এ বিষয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। সংবাদ সম্মেলন থেকে তিনি মনিরুল বাহিনীর হাত রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!