লামনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও ন্যাশনাল নিউজ ক্লাব এর কেন্দ্রীয় সদস্য সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর হামলাকারী প্রধান আসামি কাদের ও ফারজানাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ওসি এটি.এম গোলাম রসুল বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ন্যাক্কার জনক। এ ঘটনায় মামলা রুজুর হবার এক দিনের মধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এবং আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।মামলায় বলা হয়, সাংবাদিক সাব্বির আহম্মেদের কাছে থাকা নগদ দশ হাজার টাকা, একটি হেন্ডিক্যাম ক্যামেরা সহ বেশ কিছু ডকুমেন্টারি সম্বলিত কাগজ পত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙ্গে ফেলে। গত বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিন্হিত একটি ক্যাডার গ্রুপের সদস্যরা। সংবাদকর্মী সাব্বির আহম্মেদ বলেন, বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে গ্রামের বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে পৌছালে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ করে। তাকে মোটর সাইকেল থেকে টেনে হেচরে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হামলা, এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত করে এবং তাকে নানা হুমকি দিয়ে চলে যায় এবং তাদের এলাকায় ভবিষ্যতে প্রবেশ না করার কড়া হুসিয়ারী দিয়ে জীবন নাশের হুমকি দেয় বলে জানান সাংবাদিক সাব্বির আহম্মেদ।খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাংবাদিক সাব্বির আহম্মেদ এর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (ট্রাস্টি বোর্ড) আহমেদ আবু জাফর, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব এর সভাপতি আওরঙ্গজেব কামাল, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি সভাপতি ইউনুস আলী, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন সহ সাংবাদিক সমাজ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।