সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিটু মোড়লকে (২৮) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ আকরাম মোড়ল গংরা।
সোমবার (৩১ আগস্ট ) রাত ১০টার সময় উপজেলার ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে ইটের রাস্তার উপর ঘটনাটি ঘটেছে। আহত মিটু মোড়ল ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মোড়লের ছেলে। তাকে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, একই এলাকার মৃত মাদার মোড়লের ছেলে ইনছাব আলী মোড়ল (৫০) গংদের সাথে দীর্ঘদিন ধরে ৯শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল মিটু মোড়লের সাথে। এরই জের ধরে সোমবার রাত ১০টার সময় ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে তাকে একা পেয়ে ইনছাব আলী মোড়লের ছেলে আকরাম মোড়ল (২২) বাপ্পী মোড়ল (২৮) মৃত মাদার মোড়লের ছেলে ইনসাব আলী মোড়ল (৪৯) ও মোসলেম মোড়লের ছেলে মোস্ত মোড়ল (৩২) গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং দা দিয়ে তার মাথায় কোপ মারে। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
তালা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় আঘাতের কারণে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।