রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

সাতক্ষীরায় বাল্যবিবাহ ও ঝরেপড়া প্রতিরোধ চালু হলো বিআরডিবির ইরেসপো প্রকল্প

✍️এসএম শহীদুল ইসলাম✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে
বাল্যবিবাহ ও ঝরেপড়া প্রতিরোধ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে এবার চালু হয়েছে বিআরবির দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)। সাতক্ষীরা সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রকল্পটির যাত্রা শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে কিশোরীদের ঝরেপড়া রোধ হবে, বাল্যবিবাহ রোধ হবে, কিশোরী স্বাস্থ্য নিশ্চিত হবে, সঞ্চয়ী মনোভাব গড়ে উঠবে, পিছিয়েপড়া শিক্ষার্থীরা সৃজনশীলতায় দক্ষ হবে এবং আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। 
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি-ইরেসপো) প্রকল্পটি বাস্তবায়ন করছে। 
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম ও মৃদুল সরকার জানান, সাতক্ষীরা সদর উপজেলায় দুটি ইউনিয়নে দুটি গার্লস স্কুলে প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তারা বলেন, দুটি স্কুল থেকে ১০০ জন করে মোট ২০০ কিশোরী প্রকল্পভুক্ত হয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০টাকা জমা দিলে বছর শেষে প্রত্যেক শিক্ষার্থীর হিসাবে ৭২০০ টাকা জমা হবে। বাকী টাকা সরকার দিবে। এভাবে ৫ বছর পর একজন শিক্ষার্থী পাবে ৩৬ হাজার টাকা। এতে করে একজন শিক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে এবং শিক্ষা জীবন শেষে একটি মোটা অঙ্কের টাকা পাবে। যাতে করে সে পরবর্তীতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে। তবে শর্ত হলো- ১৮ বছরের মধ্যে কোন কিশোরী শিক্ষার্থীকে বিবাহ দেওয়া যাবে না। এজন্য কিশোরী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতন হতে হবে।
এদিকে শনিবার (২১ মে) এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বল্লী আদর্শ গার্লস হাইস্কুলে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম, সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মৃদুল সরকার, স্কুলের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, সহকারি শিক্ষক অর্চনা রানী প্রমুখ।
পরে বল্লী আদর্শ গার্লস হাইস্কুলে সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মুনসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মৃদুল সরকার।
অনুষ্ঠানে উভয় স্কুলে কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন অতিথিগণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!