সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্রের সাবেক কর্মকর্তা ডাঃ শেখ নেছারউদ্দীন (৫৮) আর নেই।
তিনি রবিবার সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাহে রাজেউন)।
তিনি উপজেলার মৌতলা গ্রামের শেখ জিয়ামুদ্দীনের পুত্র। দুই স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন তিনি। রবিবার যোহরের নামাজবাদে মৌতলার কাছারীপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।