সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১মার্চ) সন্ধ্যায় বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অসীম চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবীব, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা ইমন হোসেন বণি প্রমূখ উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুধহাটা বজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী।