জনপ্রিয় ভারতীয় চ্যানেল জি বাংলায় ধারাবাহিক সিরিয়াল “পূবের ময়না” সিরিয়ালের অভিনয়ের পর সাংবাদিক কন্যা তিতলি দাশ এবার স্টার জলসায় অনুরাগের ছোঁয়া সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু র ছোট কন্যা তিতলী দাশ স্টার জলসায় প্রতিদিন রাত সাড়ে ৯টায় “অনুরাগের ছোঁয়া” সিরিয়ালে অভিনয়ে থাকবে। সকলকে এই সিরিয়ালটি দেখার অনুরোধ করেছেন সাংবাদিক পরিবারটি।