সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় আগষ্ট মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিস এর এ জি এম মোঃ শরিফুল ইসলাম জানান প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগান কে সামনে রেখে মুজিবশত বর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে ৯৯% কাজ অগ্রগতি হয়েছে।
কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় নতুন করে বিদ্যুৎ সংযোগের বিভিন্ন সময়ে উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সোমবার কালিগঞ্জ জোনাল অফিসে এ জি এম শরিফুল ইসলাম এর সাথে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সাথে মত বিনিময়ে তিনি আরও জানান কালিগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। বর্তমান কালিগঞ্জ উপজেলায় সত্তর হাজার ৬শ ১৬ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছে। আগষ্ট মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন হলে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৮০ হাজারে দাড়াবে। আগষ্ট মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগের জন্য নিকটস্থ্য পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে এবং তাকে দ্রæত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কোন দালাল,বাটপার প্রতারকের মাধ্যমে নয় সরাসরি কালিগঞ্জ জোনাল অফিসে যোগাযোগ করলেই সংযোগ পাওয়া যাবে। আগষ্ট মাস জাতির জনকের শোকের মাস, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়।