সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ ডেইরী ও পোল্ট্রি খামারের তথ্যাদি সংগ্রহ এবং খামার রেজিষ্ট্রেশনের আহবান জানিয়েছেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, প্রাণি সম্পদের অধিদপ্তরের আওতাধীন প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলবিডিপি এর অধীনে করোনায় ক্ষতিগ্রস্থ ডেইরী ও পোল্ট্রি খামার মালিকদের প্রাণোদনা প্রদান করা হবে। এক্ষেত্রে ডেইরী পোল্ট্রি খামার মালিকদের গরু, মুরগী, লেয়ার, বয়লার, সোনালী, হাঁস এর তথ্যাদি উপসহকারী প্রাণি সম্পদ অফিসার এল,এস,পি এবং এ আই টেকনিশিয়ানগণ সংগ্রহ করবে। কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিত কুমার জানান রেজিষ্ট্রেশনকৃত খামারিদের নীতিমালা অনুযায়ী সরকারী সুযোগ সুবিধা ও প্রনোদনা দেওয়া হবে। চলতি মাসের আগষ্ট মাস এর মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।