সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কৃষি সেবা দানকারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার ভিত্তিক স্থানীয় কৃষি সেবাদানকারীদের (বীজ ও সার বিক্রেতা) সেবার মান উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ই মার্চ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নবযাত্রা প্রকল্প ইউ এস এ আইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কর্মসূচীর আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ প্রেমক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সার ডিলার শান্তিলাল মন্ডল প্রমুখ। সভায় উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত।