আবারো যশোর জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন যশোর জেলা পুলিশের এএসআই রবিউল ইসলাম। ফেব্রুয়ারি ২০২২ মাসের যশোর জেলার এএসআই ক্যাটাগরীতে তিনি এই গৌরব অর্জন করেন।
শনিবার (৫মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর মাসিক অপরাধ সভা অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম (বার) তার হাতে এ সম্মাননা ক্রেস্টটি তুলে দেন। এ সময় জেলার ৯টি থানার ওসিসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এএসআই রবিউল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল হক তরফদারের সুযোগ্য পুত্র। দেশমাতৃকার সেবার ব্রত নিয়ে ২০০৪ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্তমানে তিনি যশোর জেলা পুলিশে এএসআই পদে সুনামের সহিত কর্মরত আছেন।