সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা ১১ টায় কলেজে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ ও ব্রুলিয়া ইউপি চেয়ারম্যান একে এম জাফরুল আলম বাবু’র এর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন-তােমরা স্কুলের সীমানা পেরিয়ে আজ কলেজ নামক বৃহত্তর শিক্ষায়তনে এসেছ। স্কুলের সংকীর্ণ পরিসর , ধরাবাঁধা নিয়মবিধির বাইরে অত্র কলেজের পরিসর অতি উদার। তােমরা বৃহত্তর জীবনের এই আহবানে নিজেদের আগামীর জাতীয় কাণ্ডারী – রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবে , এটাই আমাদের প্রত্যাশা ।আমরা যেমন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীকে মান্য করি , অনুসরণ ও আদর্শরূপে গ্রহণ করি তােমরাও তেমনি তাঁদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে- এটাই আমাদের প্রত্যাশা। ইভটিজিং ও উত্যক্তার স্বীকার হলে থানা পুলিশের দারস্থ হবে। তবে অহেতুক হয়রানীর উদ্যেশে কারোর বিরুদ্ধে যেনো অভিযোগ করা না হয়। দেশের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন নারী। তোমরাও আগামীতে দেশের একজন হবে এই আশাকরি। কলেজের প্রভাসক ওলিউর রহমানের উপস্থাপনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাঃ নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ ওহিদুর রহমান ছোট, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রিপন দত্ত প্রমুখ।
এরপরে কলেজের ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়।