গোপালগঞ্জে পদোন্নতি ও গ্রেড পরিবর্তনসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জেলা-উপজেলায় আজ বুধবারও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা তাদের পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করণের বিষয়ে দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে কর্মবিরতি পালন করেন।
পূর্বঘোষিত চলমান দিনব্যাপী এ কর্মবিরতিতে মূলতঃ দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এ দাবি বাস্তবায়ন আন্দোলনে সভাপতিত্ব করেন বাকাসস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান। এ আন্দোলনে বক্তব্য রাখেন, বাকাসস গোপালগঞ্জের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, অফিস সুপার নাহিদ বেগম, নিহার কান্তি বিশ্বাস, জেলা নাজির মো.দেলোয়ার হোসেন, সিএ কাম উচ্চমান সহকারী প্রভাস কুমার সাহা প্রমুখ।