সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীনকে গন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নবাসীর সম্মিলত আয়োজনে শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার কৃষান মজদুর হাইস্কুল মাঠে সাবেক চেয়ারম্যান আকলিমা খাতুন লাখীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোহাম্মাদ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ প্রেসক্লবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, নলতা চেয়ারম্যান আজিজুর রহমান, মৌতলা চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী তরফদার প্রমুখ।
এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাফিয়া পারভীনকে তার কর্মী সমর্থকগন স্বর্ণের লাঙ্গল, অর্ধশত ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীবৃন্দসহ হাজার হাজার জনগন অংশগ্রহন করেন।