২১শে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর যুবলীগের উদ্যোগে রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় শহরের কুখরালী মোড় এলাকায় পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা যুবলীগের অন্যতম সদস্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান মামুন, জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ সাগর।
এ সময় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা জুয়েল হোসেন, মিন্টু, শরিফ, আনারুল ইসলাম, মজনু, ময়না, আলিম, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ পৌর ও স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোমিনুর রহামান।